BRAKING NEWS

নব সাক্ষরদের স্বাবলম্বী করতে দক্ষতার সব কর্মসূচীকে এক ছাতায় এনে ব্যাঙ্ক ঋণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যের নব সাক্ষরদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাদের স্কিল ডেভেলপমেন্টের যে কর্মসূচী রূপায়িত হচ্ছে তা স্কিল ডেভেলপমেন্ট মিশনের সাথে যুক্ত করতে হবে৷ সমস্ত দক্ষতা বৃদ্ধির কর্মসূচীকে স্কিল ডেভেলপমেন্ট মিশনের আওতায় একই ছাতার নীচে আনতে হবে৷ সাক্ষরতার পাশাপাশি তাদের আর্থিক উপার্জনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে স্ব-সহায়ক দল গঠন করতে হবে৷ এই আর্থিক উপার্জনের প্রশ্ণে তাদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলগুলো যাতে সহজে ব্যাঙ্কের ঋণ পেতে পারে সেজন্যও পরিকল্পনা নিতে হবে৷ মঙ্গলবার মহাকরণে কনফারেন্স হলে রাজ্য সাক্ষরতা মিশনের সাধারণ পর্ষদের সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নব সাক্ষরদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে তাদের ঋণপ্রাপ্তির বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে এর সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷ এক্ষেত্রে মহিলাদের বেশি করে এই আর্থিক স্বনির্ভরতার কর্মসূচীর সঙ্গে যুক্ত করার জন্যও উদ্যোগ গ্রহণ করতে জেলা সাক্ষরতা কমিটিগুলিকে পরামর্শন দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
রাজ্য সাক্ষরতা মিশনের উদ্যোগে নব সাক্ষরদের জন্য পঞ্চম শ্রেণীর উপযোগী যে পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে সেখানে পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ এবং পরিবেশ সচেতনতার বিষয়সমূহ যুক্ত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ স্বেচ্ছা রক্তদান, চক্ষুদান, মরণোত্তর দেহদান, মহিলাদের প্রতি সম্মানজ্ঞাপন, বৃক্ষরোপন প্রভৃতি জনসচেতনতামূলক বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করতে বলেছেন তিনি৷
উল্লেখ্য, রাজে্যর নব সাক্ষরদের এখন পঞ্চম শ্রেণীতে পাঠদানের জন্য রাজ্য সাক্ষরতা মিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের আটটি জেলাতেই এজন্য নব সাক্ষরদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে৷ আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আমাগী মে মাস থেকেই পঞ্চম শ্রেণরীর পাঠদানের কাজ শুরু হবে এবং মে মাসের প্রথম সপ্তাহেই বইও সরবরাহ করা হবে৷ রাজ্য সাক্ষরতা মিশনের আজকের সভায় উপস্থিত জিলা পরিষদের সভাধিপতি এবং জেলাশাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে ৫৮টি ব্লক এবং সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় অন্ততপক্ষে একটি করে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৫৮টি ব্লকে এই রক্তদান শিবিরের আয়োজনের দায়িত্বে থাকবেন জিলা পরিষদের সভাধিপতিগণ এবং পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকার দায়িত্বে থাকবেন জেলাশাসকগণ৷
মুখ্যমন্ত্রী মানিক সরকারের পৌরোহিত্যে মহাকরণে অনুষ্ঠিত রাজ্য সাক্ষরতা মিশনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, অর্থমন্ত্রী ভানুলাল সাহা, আট জেলার সভাধিপতিগণ, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, প্রধান সচিব ডা রাকেশ সারোয়াল, সচিব সমরজিৎ ভৌমিক ও কে ডি চৌধুরী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব, আট জেলার জেলাশাসক ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *