BRAKING NEWS

চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন, আতঙ্ক কলকাতায়

কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ফের একবার উঠে গেল বড়সড় প্রশ্ন| এবার চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন| ৱুধবার কলকাতা স্টেশন থেকে ছাড়ার পরই ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেসের ইঞ্জিন| বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অসংখ্য যাত্রী|

ৱুধবারের সকাল, ঘড়ির কাটায় তখন ৭.৪০ মিনিট হবে| কলকাতা স্টেশন থেকে ছাড়ে অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেস| অভিযোগ, স্টেশন ছাড়ার পরই ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন| ট্রেনটি তখন ধীরগতিতে চলছিল বলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে| এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট আটকে থাকে ট্রেন| এরপরে রেল কর্মীরা এসে সমস্যা মেটালে অকাল তখত এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়|

সকাল ৭.৪০ মিনিট, কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস| কলকাতা ও দমদম স্টেশনের মাঝে যেতেই ঘটে বিপত্তি| ইঞ্জিনের কাফলিং খুলে গিয়ে কামরা থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়| ট্রেনটির গতি সেই সময় কম থাকায় প্রথমে যাত্রীরা কিছুই ৱুঝতে পারেননি| পরে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় তাঁদের কাছে| কি কারণে এই বিপত্তি ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে|

রেল কর্তৃপক্ষ অবশ্য ট্রেন থেকে ইঞ্জিন আলাদা হওয়ার অভিযোগ অস্বীকার করেছে| পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র দাবি করেছেন, ‘ট্রেন থেকে ইঞ্জিন আলাদা হওয়ার কোনও ঘটনাই ঘটেনি| ট্রেনের ইঞ্জিনের প্রেসার পাইপ খুলে গিয়েছিল| তা ঠিক করে দেওয়ার পর সকাল ৮.৩০ মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়|’ তাঁর আরও দাবি, ইঞ্জিনের প্রেসার পাইপ খুলে যাওয়ায় যাত্রীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *