BRAKING NEWS

সুরমা ও তেলিয়ামুড়ায় বিজেপিতে যোগ দিলেন ১৪১০ জন ভোটার

আগরতলা, ৯ এপ্রিল৷৷ রবিবার বিজেপি ধলাই জেলার সুরমা মন্ডলের অন্তর্গত মরাছড়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয়৷ এই

রবিবার ধলাই জেলার সুরমায় বিজেপিতে যোগদান৷ নিজস্ব ছবি৷

সভায় ৪১৭ পরিবারের মোট ১৩৫০ জন ভোটার তৃণমূল দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন৷ বিজেপির তরফ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়েছে, নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য নেতা এবং প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার সভাপতি টিংকু রায় ও ধলাই জেলার সভাপতি আশিষ ভট্টাচার্য্য৷
পাশাপাশি রাজ্য কার্য্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে ৩৬ পরিবারের মোট ১০৩ জন ভোটার শাসক দল সিপিএম ত্যাগ করে বিজেপিতে সামিল হন৷ নবাগতরা প্রত্যেক্যেই সাত রামনগর বিধানসভার অন্তর্গত ১৯ নং ওয়ার্ড থেকে আগত৷ নবাগতদের পার্টিতে স্বাগত জানান রাজ্য সহ সভাপতি রামপ্রসাদ পাল, রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও রাজ্য নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত৷ নবাগতরা প্রত্যেকে শাসক দলের দীর্ঘদিনের একনিষ্ট কর্মী তপন মালাকারের নেতৃত্বে পার্টিতে যোগদান করেন বলে বিজেপির তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে৷
এদিকে, সিপিএমের ভাঙ্গন অব্যহত রয়েছে৷ রবিবার বিকেলে বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে দুস্কিমোহর পাড়া এলাকায় দলত্যাগ সভা অনুষ্ঠিত হয়৷ এদিনে দলত্যাগ সভাতে সিপিএম থেকে আসা ১৫ পরিবারের ৬০ জন ভোটারকে দলের পক্ষে বরণ করে নেন৷ বিজেপি রাজ্যে সভানেত্রী কল্যানী রায়৷ এছাড়াও ছিলেন, খোয়াই জেলা কমিটির এসসি মৌচার সভাপতি ক্ষীতিশ দাস সহ উপজাতি মৌচার সভাপতি ওয়ান লাল রাঙ্খল৷
রবিবার বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে এক দলত্যাগ সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিধানসবা কেন্দ্রের দুস্কি এলাকার মোহর পাড়াতে৷ এদিন মোহর পাড়া থেকে দীর্ঘ কয়েক দশক ধরে বামফ্রন্টের সমর্থন করা ১৫ পরিবারের ৬০ জন ভোটার বিজেপিতে যোগদান করে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে৷ দল ত্যাগীদের বিজেপির পক্ষে বরণ করেনেন রাজ্যে মহিলা নেত্রী কল্যাণী রায়৷ এদিন দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা হাতে তোলে দেন কল্যাণী রায় সহ এসসি মৌচার সভাপতি ক্ষীতিশ দাস৷ পরে দলত্যাগ অনুষ্টানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বিজেপি মহিলা নেত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সাধারণ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়ে প্রতিনিয়ত বিজেপি পতাকা তুলে সামিল হচ্ছে৷ টার্গেট ২০১৮ সালের বিধানসভা নির্বাচন৷ বর্তমান সরকারকে পরিবর্তন এবং বিজেপির উপর আস্থাই দল ত্যাগের হিরিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *