BRAKING NEWS

গাড়ি চালককে টিএসআর জওয়ানের চপেটাঘাত, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ এপ্রিল৷৷ নিয়ম মাফিক গাড়ি চেকিং এর সময় তেলিয়ামুড়া পুলিশের দ্বারা এক গাড়ি চালাক নিগ্রহের ঘটনায় কার্যত ধুন্দুমার কান্ড বাধে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায়৷ জাতীয় সড়ক অবরোধ করে৷ পরবর্তী সময় তেলিয়ামুড়া পুলিশের এবং শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার বেলা ১২টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএস আর মিলে মহারানীপুর এলাকার জাতীয় সড়কে প্রতিদিনের মতো চেকিংয়ে বসে৷ সেই সময় টি আর ০৬-১৬৩৮ নম্বরে ম্যাক্সি ট্রাক আটকিয়ে চালক বিমল দাসকে কাগজপত্র দেখাতে বলে পুলিশ৷ অভিযোগ ম্যাক্সি ট্রাকের চালক এবং পুলিশের মধ্যে তর্কাতর্কির জেরে কর্তব্যরত টিএস অত্মার জওয়ান রঞ্জন পাল নাকি চালক বিমলকে চপেটাঘাত করে৷ পরে ক্ষুব্ধ অন্য গাড়ির চালকরা মিলে অবরোধ করে৷ একাংশ চালকদের অভিযোগ পুলিশ গাড়ি চেকিং এর নামে প্রতিনিয়ত চালকদের হয়রানি করে আসছে এবং প্রায়ই নাকি টুপাইস এর ধান্দায় থাকে৷ পরে পুলিশ ও শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে প্রায় আধঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷ কিন্তু এই অবরোধ জেরে রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি আটকে পড়ার কারনে জনগণকে নাজেহাল হতে হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *