BRAKING NEWS

বিভিন্ন দাবীতে এআইএনটিটিইউসি চাক্কা জ্যাম আন্দোলন করবে ৫ মে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ মোটর লাইসেন্স সহ যাবতীয় ফী অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, তাই সাধারণ জনগণের চিন্তা করে ফী কমানোর দাবী জানিয়েছে আইএনটিটিইউসি৷ এক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়িত্ব নিয়ে ফী কমাতে হবে৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হওয়ায় অবিলম্বে তাদের জীবন জীবিকার স্বার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছে সংগঠন৷ এরই পাশাপাশি হাইকোর্টের নির্দেশে যেসমস্ত টমটম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সমস্ত টমটম চালকদের জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ শুধু তাই নয়, পিএসইউ শ্রমিক কর্মচারীদের সরকারী কর্মচারীর ন্যায় পেনশন চালু করার দাবী জানিয়েছে সংগঠন৷ এই দাবীগুলি পূরণ না হলে আগামী ৫ মে রাজ্যব্যাপী এক ঘন্টার চাক্কাজ্যাম কর্মসূচী পালন করা হবে বলেও সংগঠন হুশিয়ারী দিয়েছে৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইএনটিটিইউসির সভাপতি সমর রায় জানিয়েছেন, কেন্দ্রের অনেক আইন রাজ্য মানছে না৷ অথচ কেন্দ্রের দোহাই দিয়েই মোটর লাইসেন্স সহ যাবতীয় ফী অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ তাতে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় পড়েছেন৷ তিনি আরও বলেন, সরকার ইচ্ছাকৃত ভাবে ১০৩২৩ জন শিক্ষককে বিপদের মুখে ঠেলে দিয়েছেন৷ সঠিক সময়ে তাদের চাকুরী প্রদান করা হলে আজ এই ভয়ানক বিপর্য্যয়ের হাত থেকে রাজ্য বেঁচে যেত৷ এদিকে, হাইকোর্টের নির্দেশে প্রায় আট হাজার টমটম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ ফলে, টমটম চালকদের পরিবারগুলি আজ সহায় সম্বলহীন হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে দাবী জানানো সত্বেও পিএসইউ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা সরকারী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা পাচ্ছেন না৷ এদিন তিনি, দাবি জানান মোটর লাইসেন্স সহ ফী কমানো, চাকুরীচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা, টমটম চালকদের বিশেষ ব্যবস্থা এবং অবসরপ্রাপ্ত পিএসইউ কর্মচারীদের সরকারী কর্মচারীদের ন্যায় পেনশন চালু করতে হবে৷ এই দাবীগুলি পূরণ না হলে আগামী ৫ মে রাজ্যব্যাপী এক ঘন্টার চাক্কাজ্যাম কর্মসূচী পালন করবে আইএনটিটিইউসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *