BRAKING NEWS

রাজৌরিতে গুলি ও মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): গত ৪৮ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার| সীমান্তের ওপার থেকে কোনও প্ররোচনা ছাড়াই গুলি ও মর্টার শেল ছুড়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্ত বরাবর গ্রাম এবং ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোড়া হয়| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা|
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘কোনওরকম প্ররোচনা ছাড়াই হঠাত্ই সীমান্তের ওপার থেকে মর্টার শেল ও গুলি ছোড়া শুরু হয়| ৮২ এমএম মর্টার শেল এবং স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছোড়া হচ্ছিল| পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা| এখনও পর‌্যন্ত হতাহতের কোনও খবর নেই|’ উল্লেখ্য, সোমবারই পাকিস্তানের তরফে পুঞ্চের দিগওয়ার সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সৈন্য|
পাকিস্তান ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে এমন অভিযোগ ভুরি ভুরি| এই মুহূর্তে সীমান্তের কাছেই রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষক দল রয়েছে| পর‌্যবেক্ষক দলের অন্যতম সদস্য দুজারিচ জানিয়েছেন, ‘আমরা যুদ্ধবিরতি লঙ্ঘন লক্ষ্য করেছি| এই নিয়ে তদন্ত চলছে| পাকিস্তান এবং ভারত দু’দেশের সীমান্তবর্তী এলাকায় পর‌্যবেক্ষক দল রয়েছে|’
গত মার্চ মাসেই বেশ কয়েকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান| এরপর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে বিএসএফ ও পাক রেঞ্জারদের মধ্যে বৈঠকও হয়| এছাড়াও, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ভারত| তারপরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান| গত রবিবারই পাক রেঞ্জারদের গুলিতে জখম হয়েছেন এক নিরীহ ব্যক্তি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *