BRAKING NEWS

নকল ডিম নিয়ে রাজ্যেও সতর্কতা, শহরের বাজারগুলিতে অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ পশ্চিমবঙ্গে নকল ডিম নিয়ে প্রশাসনের ব্যাপক অভিযানের জেরে ত্রিপুরাতেও রাজ্য প্রশাসন আগাম সতর্কতা অবলম্বন করেছে৷ সোমবার খাদ্য নিরপত্তা দপ্তরের তরফে আগরতলায় বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে৷ তবে, আগরতলার বাজারগুলিতে কোন নকল ডিমের হদিস পাওয়া যায়নি৷ দপ্তরের তরফে জানানো হয়েছে, কোন নকল ডিম রাজ্যে ঢুকেছে কিনা তা পরীক্ষা নিরিক্ষা করার জন্যই এই অভিযান চালানো হয়েছে৷ খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই দপ্তরের আগাম সতর্কতা অবলম্বন করেছে৷ যেহেতু পশ্চিমবঙ্গে নকল ডিম নিয়ে তোলপাড় অবস্থা, সেক্ষেত্রে এবিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে৷ দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ডিম ঢুকছে৷ তাছাড়া স্থানীয় ফার্মগুলি থেকেও ডিম বাজারজাত হচ্ছে৷ বাইরে থেকে যে ডিম আসছে সেগুলির দিকে দপ্তর নজর রাখছে৷ পাশাপাশি ডিম বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে৷ কোন রকম সন্দেহ হলে তাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷ ঐ আধিকারীক জানিয়েছেন, সারা রাজ্যে বাজারগুলিতে কোথাও কোন নকল ডিমের হদিস পাওয়া যায়নি৷  এদিকে, মিড-ডে-মিল’র জন্য ব্যবহৃত ডিম ব্যবহারের আগে পরীক্ষা করে দেখার জন্য সমস্ত সুকলে নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ সুকলগুলিতে মিড-ডে-মিল কোর্ডিনেটরদের ডিম ব্যবহারের পূর্বে ভাল করে যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *