BRAKING NEWS

উদয় স্কিমে ঋণের জন্য রাজ্যের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ বিদ্যুৎ ক্ষেত্রে লোকসান থেকে বাঁচতে উদয় স্কিমে ঋণ পাওয়ার জন্য রাজ্যের আবেদনে কেন্দ্র সাড়া দেয়নি৷ তবে, উদয় স্কিমে অন্য একটি ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে কেন্দ্র প্রস্তুত বলে রাজ্যকে প্রস্তাব দেয়৷ সেক্ষেত্রে শর্ত মেনে চুক্তি করলে তবেই সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে৷ রাজ্য সরকার তাতে রাজী হয়ে দুইটি চুক্তিতে স্বাক্ষর করেছে৷ এবিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, গত ২৯ ও ৩০ মার্চ রাজ্য সরকার দুটি চুক্তিতে স্বাক্ষর করেছে৷ তাতে একটি চুক্তি অনুযায়ী, বিদ্যুৎ ক্ষেত্রে খোলনলচে বদলে ফেলার জন্য কেন্দ্র অর্থ দেবে৷ এই চুক্তি অনুযায়ী বর্তমান বিদ্যুৎ পরিবাহী লাইন এবং বিদ্যুতের পুরোনো খঁুটি বদল করা হবে৷ তাছাড়াও স্মার্ট মিটার, ফিডার মিটার, ট্রান্সফরমারের জন্য আলাদা মিটার, কম্পিউটারাইজড বিলিং এবং সমস্ত বাড়িতে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য অর্থ দেবে কেন্দ্র৷ দ্বিতীয় চুক্তি অনুযায়ী, পরিবাহী সিস্টেমে বদল করা হবে৷ পূর্ব কাঞ্চনবাড়ী থেকে সূর্য্যমনিনগর পর্যন্ত ৪০০ কেভি লাইনের বিদ্যুৎ পরিবাহী লাইন টানা হবে৷ দুটি ৪০০ কেভি সাবস্টেশন নির্মাণ করা হবে৷ একটি পূর্ব কাঞ্চনবাড়ীতে, অন্যটি সূর্য্যমনিনগরে৷ তাতে, ব্যয় হবে প্রায় ৯২১ কোটি ৩৬ লক্ষ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *