ধর্মশালা, ২৮ মার্চ (হি.স.) : ধর্মশালা টেস্টে জয়ের পরই আজিঙ্কা রাহানের নেতৃত্বের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি| মঙ্গলবার এই সিরিজ জয়কে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন তিনি| রাহানের দল পরিচালনার ভূয়সী প্রশংসাও শোনা গেল কোহলির গলায়| তিনি বলেন, দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন রাহানে| পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জয়কে এখনও পর্যন্ত সেরা জয় বলেও তিনি অভিহিত করেছেন| তিনি বলেন, এটাই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা সিরিজ জয়| আমি ভেবেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা| কিন্তু অস্ট্রেলিয়া যে লড়াই করল তা অসাধারণ| কিন্তু আমাদের ছেলেরা পিছিয়ে পড়েও বারবার লড়াইয়ে ফিরে এসেছে|
কাঁধের চোটের জন্য ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারেননি ভারতের অধিনায়ক| তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছেন আজিঙ্কা রাহানে| ম্যাচে খেলতে না পারলেও দলকে প্রেরণা দেওয়ার কাজে কোনও খামতি ছিল না কোহলির| মাঠে সতীর্থদের জন্য জলের বোতল বয়ে নিয়ে তাদের উত্সাহিত করা বা ড্রেসিংরুমে আবেগ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশেও তাঁর কোন খামতি ছিল না| মাঠে না থেকেও ছিলেন কোহলি|
এদিন তিনি আরও বলেন, ফিসনেসের ক্ষেত্রে দলে যে পরিবর্তন আনা হয়েছিল তার সুফল মিলেছে| দলের খেলোয়াড়রা পুরো মরশুম তাদের পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হয়েছে| ভারতের অধিনায়কের মতে, একটা সময় কোনও একটা সেশনেই ম্যাচে পিছিয়ে পড়তাম| কিন্তু এই মরশুমে তার পুনরাবৃত্তি হয়নি| এই মরশুমে দলকে কোনও এক বা দুই খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হয়নি| ফাস্ট বোলাররা যে ফিটনেস ও লড়াই করেছে, তা এক কথায় অনবদ্য| আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে|
অন্যদিকে, এদিন রাহানেও ম্যাচটি দারুন উপভোগ করেন বলে জানান| জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিয়েছেন তিনি| শুধুমাত্র এই সিরিজই নয়, পুরো মরশুমেই ভালো খেলার কৃতিত্ব দলের খেলোয়াড়দেরই| বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যান-সবাই ভালো পারফর্ম করেছে| ধর্মশালায় মধ্যাহ্নভোজের পর ম্যাচে ফিরে আসার কৃতিত্ব নবাগত কুলদীপ যাদবকে দিয়েছেন রাহানে| কুলদীপের প্রতি দলের সম্পূর্ণ আস্থা ছিল বলে জানিয়েছেন রাহানে| উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও মহম্মদ শামিরা ভারতের পিচে যেভাবে বোলিং করেছেন, তা অসাধারণ বলে মন্তব্য করেন রাহানে|
2017-03-28

