কোটা (রাজস্থান), ২৪ মার্চ (হি.স.): রাজস্থানের কোটায় ঝালাবার বারান মেগা হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতু্য হয়েছে পাঁচ জনের| দুর্ঘটনায় মৃত পাঁচ জনের নাম হল, নমিচাঁদ নগর (২৯), ভোজরাজ নগর (৪৭), কোশাল নগর ওরফে পবন (২৮), কোমাল কারার (৪০) এবং হেমন্ত নগর (৩২)| বাপাওয়ার থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ মালাভ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে|
পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে খানপুর থেকে দ্রুত গতিতে আসছিল একটি গাড়ি| ঝালাবার বারান মেগা হাইওয়ের উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাত্ই রাস্তার ধারে বিদু্যতের খঁটিতে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন| হাসপাতালে চিকিত্সা চলাকালীন আরও একজন মারা যান| মৃতদেহ গুলি ময়নাতদন্তের পর শুক্রবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে|