নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে সিপিএম, এই অভিযোগ এনে বৃহত্তর আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক জানান, শাসক দল বিজেপি কর্মীদের উপর ক্রমাগত সন্ত্রাস চালিয়েছে৷ বিভিন্ন স্থানে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ অথচ থানায় সুনির্দিষ্ট অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না৷ তাই, আগামী ৪৮ ঘন্টা এধরনের সন্ত্রাস চলতে থাকলে পথে নামবে বিজেপি রাজ্য কমিটি৷ সংগঠিত করা হবে বৃহত্তর আন্দোলন৷ এরই পাশাপাশি প্রতিরোধও গড়ে তোলা হবে বিজেপি রাজ্য সহ-সভাপতি হুশিয়ারি দিয়েছেন৷
এদিন উদ্বেগের সুরে বলেন, রাজ্যে বিজেপি’র প্রভাব যত বৃদ্ধি পাচ্ছে বামফ্রন্ট সরকার ও পার্টি তত বেশী হিংস্র ও অমানবিক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে৷ তাঁর অভিযোগ, গণতন্ত্রের প্রতি আস্থাহীন সিপিএম দল রাজ্যের গণতন্ত্রের গলা টিপে ধরে সাধারণ মানুষের সরকার পরিবর্তনের ইচ্ছাকে হত্যা করার পরিকল্পনা করছে৷ তাঁর আরও অভিযোগ, সিপিএম পার্টি প্রশাসনের মদতে বিজেপি কর্মী সমর্থকদের উপর সম্প্রতি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে৷ তিনি জানান, শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ উদয়পুরের গদা চৌমুহনীতে বাগমা মন্ডলে বিজেপি’র জনসভা থেকে বাড়িতে ফেরার পথে দলীয় কর্মী রতন সাহা, জয়পদ সাহা ও মানিক দাস শাসক দলের কর্মীদের হিংস্রতার শিকার হন এবং মারাত্মক আহত অবস্থায় তারা এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এছাড়াও গন্ডাছড়ায় যুবরাজ ত্রিপুরা, কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক আইনজীবী শ্যামল কান্তি পাল এবং কাজল নমশুদ্রের উপর আক্রমণ সংগঠিত করেছে শাসক দল সমর্থিতরা৷ শুধু তাই নয়, মোহনপুরের মোহিনীপুর পঞ্চায়েতে বিজেপি কর্মী লক্ষীপান তাঁতির মৃত্যু, কমলাসাগরে পঞ্চায়েত উপনির্বাচনে প্রার্থী দুলাল রুদ্রপানের উপর নির্যাতন, বিশালগড়ে সিপিএম কর্মী মিঠুন দেবনাথের উপর সিপিএম’রই ক্যাডারদের আক্রমণ এবং ষড়যন্ত্র করে বিজেপিকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা, বাধারঘাটে হিরুলাল দাস এবং তার স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের উপর প্রাণঘাতি আক্রমণ শাসক দলের চক্রান্তেই সংঘটিত হয়েছে৷ আজ সকালে সাব্রুমে বন্ধ চলাকালীন বিজেপি কার্যকর্তা লক্ষন দাসের উপর সিপিএম ক্যাডাররা আক্রমণ করে৷ গুরুতর আহত হয়ে তিনি এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে সুবলবাবু জানিয়েছেন৷
বিজেপি রাজ্য সহ-সভাপতি জানান, শাসক দলের আক্রমণের সমস্ত ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নেওয়া হয়েছে৷ আগামীদিনে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে দল৷ এরই পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা হবে বলে হুঙ্কার দিয়েছেন৷
2017-03-19

