ফাঁকা গাড়িতে দুই ছাত্রীকে শ্লীলতাহানি, চালক সহ তিনজনকে রামধোলাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ মার্চ৷৷ দুই সুকলছাত্রীর শ্লীলতাহানির দায়ে এক বুলেরো গাড়ির চালককে রামধোলাই দেওয়া হয়েছে৷ সেই সাথে অভিযুক্ত চালককে বাঁচাতে গিয়ে আরও দুই যুবক রামধোলাই খেল৷ ঘটনা আর কে পুর থানার অধীন উদয়পুরের দাতারামে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারকি করছেন৷
সংবাদে প্রকাশ, শনিবার দুপুরে সুকল ছুটির পর স্থানীয় একটি সুকলের দশম শ্রেণীর দুই ছাত্রী হেটে বাড়ি ফিরছিল৷ তখন একটি বুলেরো গাড়ি তাদেরকে পাশ কেটে যাচ্ছিল৷ গাড়িটি তাদের সামনে গিয়ে থামে৷ চালক গোলাম হুসেন কাজি ঐ দুই সুকল ছাত্রীকে বলে তাদেরকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে৷ কোমলমতী ঐ দুই ছাত্রী গাড়িতে উঠে৷ গাড়িতে চালক ছাড়া আর অন্য কোন যাত্রী ছিল না৷ ফাঁকা গাড়িতে ঐ দুই ছাত্রীকে শ্লীলতাহানি করে৷ শরীরের বিভিন্ন স্থানে হাত চালায়৷ তখন ঐ দুই ছাত্রী প্রতিবাদ করেনি৷ গাড়িটি যখন তাদের বাড়ির কাছে গিয়ে থামে তখন তারা গাড়ি থেকে নেমে পরিচিত লোকদের বিষয়টি জানায়৷
ক্ষুব্ধ জনতা চালক গোলাম হুসেন কাজিকে গাড়ি থেকে নামিয়ে রামধোলাই দেয়৷ তাতে সে রক্তাক্ত হয়৷ তাকে বাঁচানোর জন্য তামিন উদ্দিন কাজি ও ইমান কাজি দুই ভাই এগিয়ে আসে৷ উত্তেজিত জনতা তাদেরকেও গণধোলাই দেয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷