নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ সরকারি আইনজীবীর ভূমিকায় আবারও প্রশ্ণ উঠেছে৷ মামলা পরিচালনায়
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/Ratan-Lal-Nath-300x199.jpg)
সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন৷ একটি মামলার শুনানিতে সরকারি আইনজীবী সম্পর্কে মুখ্য বিচারপতি নির্দেশনামায় যে মন্তব্য করেছেন তার প্রতিলিপি মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং আইনমন্ত্রী তপন চক্রবর্তীর হাতে তুলে দিয়েছেন বিধায়ক রতন লাল নাথ৷
এদিন বিধানসভায় শূন্যকালে বিধায়ক রতনলাল নাথ সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে ফের প্রশ্ণ তুলেন৷ আইনমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, সরকারি আইনজীবীদের প্রতি আস্থা রাখতে বলছেন, অথচ উচ্চ আদালতের মুখ্যবিচারপতি সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে৷ শ্রীনাথ বলেন, ধর্ষণ কান্ডে অভিযুক্ত পান্না আহমেদের জামিনের বিরোধিতায় ধর্ষিতা উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, ঐ আবেদনের শুনানিতে সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষ কোন সওয়াল করেননি৷ তাতে উচ্চ আদালতের মুখ্যবিচারপতি সরকারি আইনজীবীর ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন৷ এসংক্রান্ত আদালত নির্দেশনামার প্রতিলিপিটি এদিন শ্রীনাথ মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে তুলে দেন৷ পাশাপাশি শ্রীনাথ এবিষয়ে বিবৃতি দেওয়ার জন্য এবং সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষকে অবিলম্বে অব্যাহতির দাবি জানান৷ আইনমন্ত্রী বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন৷
অধিবেশন শেষে বিধানসভার বাইরে বিধায়ক রতন লাল নাথ বলেন, সরকারি আইনজীবীদের কারণেই বহু মামলায় দোষী খালাস হয়ে যাচ্ছেন৷ পান্না আহমেদ এবং পরিমল সাহা হত্যা মামলাতেও একই ঘটনা ঘটেছে৷ তিনি জানান, নিম্নআদালতে পান্না আহমেদ জামিন পেয়ে গেলে ধর্ষিতা এর বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন৷ ধর্ষিতার আবেদনের মামলায় রাজ্য সরকারকেও পক্ষভুক্ত করা হয়েছিল৷ ঐ মামলায় শুনানিতে আইনজীবী অভিজিৎ ঘোষ কোন সওয়াল করেননি৷ একই ভাবে পরিমল সাহা হত্যা মামলাতেও সাজা প্রাপ্তদের জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবী কোন সওয়াল করেননি৷ এ সমস্ত কারণে সরকারি আইনজীবীর প্রতি কোন আস্থা নেই বলে শ্রীনাথ মন্তব্য করেন৷