ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার মৃতু্যর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘আমরা সবরকম ঘৃণারই নিন্দা করি|’ জানুয়ারির ২০ তারিখ আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প| ক্ষমতায় আসার পর মার্কিন কংগ্রেসের ট্রাম্পের প্রথম ভাষণেই উঠে এলে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনের প্রসঙ্গ| স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন, ‘আমরা সবরকম ঘৃণারই নিন্দা করি| জিউইশ সেন্টার ও কানসাসের ঘটনা নিন্দনীয়’
উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন মুলুকে ‘জাতিবিদ্বেষ’-এর শিকার হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার| ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার-কে গুলি করে হত্যা করে মার্কিন নাগরিক অ্যাডাম পিউরিনটন (৫১)| এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভারতীয়| মঙ্গলবারই এ বিষয়ে মুখ খুলেছিল হোয়াইট হাউস| এ বার কানসাসের ঘটনার নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|