কাল আগরতলায় ‘পেইড নিউজ’ বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (পিসিআই) ৫০  বছর পূর্তি উপলক্ষ্যে দেশের

রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা  ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ৷
রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ৷

বিভিন্ন রাজ্যে সেমিনার আয়োজন করা হয়েছে৷ সে অনুযায়ী রাজ্যেও আগামী ৩১ জানুয়ারি এক সেমিনারের আয়োজন করা হয়েছে৷ ‘পেইড নিউজ’ বিষয়ে সেমিনারে আলোচনা হবে৷ এই সেমিনারের যৌথ ব্যবস্থাপনায় রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন৷ রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা  ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ জানিয়েছেন, বর্তমান সময়ে ‘পেইড নিউজ’ সংবাদ মাধ্যমের কাছে বিরাট প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ একে বন্ধ করা না হলে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে৷ তাই এর ভয়াবহতা অনুধাবন করে পিসিআই সেমিনারের উদ্যোগ নিয়েছে৷ আগামী ৩১ জানুয়ারি আগরতলায় ‘পেইড নিউজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে৷ তাতে, উপস্থিত থাকবেন পিসিআইএ’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে প্রসাদ৷ এছাড়াও পিসিআইএ’র আরো ৬-৭ জন সদস্য এই সেমিনারে অংশগ্রহণ করবেন৷ এদিনের এই সেমিনারের উদ্বোধন করবেন রাজ্যপাল তথাগত রায়৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীঘোষ জানিয়েছেন, পিসিআইএ’র চেয়ারম্যান সোমবার রাজ্যে আসবেন৷ বিকেলে রাজ্যপালের সাথে দেখা করবেন৷ এরপর রাজ্যের সংবাদমাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *