BRAKING NEWS

আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ অযথা ঃ নগরোন্নয়ন মন্ত্রী

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অযথা অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে৷ এই দাবি করে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে বলেন, জিও ট্যাগিং ছাড়া কোন সুবিধাভোগীকে অর্থ বরাদ্দ করা হবে না৷ তাছাড়াও সুবিধাভোগী চিহ্ণিত করণে দাবি আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে কোন অভিযোগ মিললেই তার সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সে সুবিধাভোগীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷ নগরোন্নয়নমন্ত্রী জানান, এখন পর্যন্ত সারা রাজ্যে ২০টি এলাকায় ৭ হাজারটি বাড়ির জিও ট্যাগিং হয়েছে৷ সেগুলির মধ্যে ৫ হাজার জন সুবিধাভোগীর একাউন্টে টাকা ডুকেছে৷ প্রথম পর্যায়ে মোট ৩৩ হাজার ৩০০ টাকা করে সুবিধাভোগীরা পেয়েছেন৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেড় লক্ষ টাকা এবং রাজ্য সরকার ১৬ হাজার ৬৬৬ টাকা দেবে৷ ২০টি নগর এলাকায় মোট ৪২ হাজার ৮৯৬টি বাড়ি এই প্রকল্পের অধীন গড়ে উঠবে৷ জিও ট্যাগিংয়ের কাজ পর্যায়ক্রমে চলছে৷ এর জন্য এজেন্সি নিয়োগ করা হয়েছে৷ তাতে, প্রত্যেক নগরে দুজন লোক ঘর প্রতি ২টাকা করে জিও ট্যাগিংয়ের জন্য পাবেন৷
নগরোন্নয়নমন্ত্রী এদিন জানান, এই প্রকল্পের কাজে স্বচ্ছতা রাখতে সুবিধাভোগীদের কাছ থেকে ঘোষণাপত্র নেওয়া হচ্ছে৷ তাতে বলা আছে প্রকল্পের নাম করে টাকা নিয়ে ঘর তৈরি না করলে রাজ্য সরকার ঐ সুবিধাভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ এবং তাতে তারা রাজি আছেন৷ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করায় সম্প্রতি রাজ্য সফরে এসে আবাসন এবং নগর গরিবী হ্রাসকরণ মন্ত্রকের সচিব নন্দিতা চ্যাটার্জী রাজ্য সরকারের প্রশংসা করেছেন বলে নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন৷ শ্রীমতি চ্যাটার্জী দেশের অন্যান্য রাজ্যগুলিকেও এই ধরনের ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন বলেন নগরোন্নয়নমন্ত্রীকে জানিয়ে গেছেন৷ এদিকে, প্রকল্পবাস্তবায়নে সারা দেশে অন্যান্য রাজ্যের মধ্যে ত্রিপুরা অনেকটাই এগিয়ে রয়েছে বলে কেন্দ্রীয়সচিব নগরোন্নয়নমন্ত্রীকে অবগত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *