নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গত ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত ট্যাবলু

প্রদর্শনীতে ত্রিপুরার ট্যাবলু দ্বিতীয় স্থান অধিকার করেছে৷ শুক্রবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রক ট্যাবলুর ফলাফল ঘোষণা করে৷ এতে প্রথম হয়েছে অরুণাচল প্রদেশ, দ্বিতীয় ত্রিপুরা এবং তৃতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র৷ ত্রিপুরার ট্যাবলুর বিষয় ছিল রাজ্যের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য৷ এতে ত্রিপুরার দশজন শিল্পী অংশগ্রহণ করেন এবং হজাগিরি নৃত্য প্রদর্শন করেন৷ ইতিমধ্যে এই নৃত্য দল রাষ্ট্রপতি ভবনে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে হজাগিরি নৃত্য প্রদর্শন করে ভূয়ো প্রশংসা কুড়িয়েছেন৷ শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিরক্ষামন্ত্রক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন৷ এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পূর্বোত্তরের ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ ছাড়া আসাম ও মণিপুর অংশগ্রহণ করেছে৷