জওয়ানদের জন্য চালু নতুন হোয়াটসঅ্যাপ নম্বর

bipin-rawatনয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : জওয়ানদের সমস্যার কথা জানতে এবার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সেনাবাহিনী| সেনারা যাতে নিজেদের অভিযোগ সেনা প্রধানকে সরাসরি জানাতে পারে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে| এবার জওয়ানরা এই নম্বরে সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন জানাতে পারবেন তাদের সমস্যা |
সেনা সূত্রে খবর, অভিযোগ জানানোর জন্য সেনাবাহিনীর নিজস্ব ফোরাম রয়েছে| কিন্তু যদি কোনও ক্ষেত্রে সেনা জওয়ান তার অভিযোগ জানানোর পর সন্তুষ্ট না হয়| তাহলে তারা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেনা প্রধানের সঙ্গে | এই নম্বরে টেক্সট, ভিডিও বা লিঙ্ক পাঠানো যেতে পারে | ভারতীয় সেনা বাহিনীর আধিকারিকের পাশাপাশি পৃথিবীর যে কেউ এই নম্বরে নিজেদের অভিযোগ জানাতে পারবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *