নির্বাচনের পরেই পেশ করা হোক বাজেট, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ অখিলেশের

akhileshলখনউ, ২৭ জানুয়ারি (হি.স.): নির্বাচনের পরেই পেশ করা হোক সাধারণ বাজেট| কারণ, পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হলে উত্তরপ্রদেশ বঞ্চিত হতে পারে| এই অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, সেগুলির কোনও প্রকল্প বাজেটে ঘোষণা করা যাবে না| তাই সমাজবাদী পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট অখিলেশ যাদব চিঠি লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাজেটে উত্তরপ্রদেশে কোনও প্রকল্প ঘোষণা না হলে সমস্যায় পড়বে রাজ্যবাসী|

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| সম্প্রতি সুপ্রিম কোর্ট বিরোধী দলের আর্জি খারিজ করে জানিয়েছে, পয়লা ফেব্রুয়ারিই বাজেট পেশ করতে পারবে কেন্দ্রীয় সরকার| সুপ্রিম কোর্ট ছাড় দিলেও কড়া হয় নির্বাচন কমিশন| এখন দেখার অখিলেশের অনুরোধকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ বাজেট পেশের দিন পিছিয়ে দেন কি না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *