নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ফের আতঙ্ক রাজধানীর মেট্রো স্টেশনে| চাঁদনি চক মেট্রো স্টেশনে একটি মিউজিক সিস্টেমের মধ্যে দেশি পিস্তল লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ২৭ বছর বয়সী এক মহিলাকে সিআইএসএফের কর্মীরা আটক করল| এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে| সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানিয়েছে, ৱুধবার তিস হাজারীতে এই মিউজিক সিস্টেম এক ব্যক্তির থেকে ৩০০টাকায় কিনেছিলেন, তার ভেতরে একটি দেশি পিস্তল লুকিয়ে রাখা ছিল| এটা তার জানা ছিল না| মেট্রো স্টেশনে পৌঁছনোর পর এক্স-রে মেশিনে পিস্তলের উপস্থিতি ধরার পড়ার পর পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়| পুলিশ ওই মহিলার বক্তব্যের বিষয় নিয়ে অনুসন্ধান করছে বলে জানা গিয়েছে|
2017-01-27