মুবারকা ছবিতে সর্দারজির ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুল

মুম্বাই, ২৭ জানুয়ারি (হি.স.) : এবছরের বহু প্রতীক্ষিত ছবি মুবারকা-তে সর্দারজির ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুল| ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গেছে | ছবিটির প্রযোজনা করবেন মুরাদ খেতানি ও অশ্বিন ভরদেও| ছবিটি পরিচালনা করবেন অ্যানিস বাজ়মি|
ছবিতে ডবল রোলে দেখা যাবে অর্জুন কাপুরকে| এখানে তিনি করণবীর সিং ও চরণবীর সিং| সর্দারজি অনিল কাপুরের চরিত্রটিও তাই| প্রথমবার এই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে করবেন অর্জুন ও অনিল কাপুর| রিয়েল লাইফে তাঁরা কাকা ও ভাইপো| শোনা গেছে, রিলেও নাকি সেই একই চরিত্রে দেখা যাবে তাঁদের| এছাড়া ছবিতে অভিনয় করবেন আথিয়া শেট্টি ও ইলিয়েনা ডিক্রুজ়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *