কান্নুর (কেরল), ২৭ জানুয়ারি (হি.স.) : কেরলে ফের আক্রান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ( আরএসএস)| এবার দলের কোনো কর্মী নয়, রীতিমতো ভাঙচুর চালানো হল সংগঠনের কার্যালয়ে| এই ঘটনার প্রতিবাদে শুক্রবার হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা | বৃহস্পতিবার সন্ধ্যায় এক বাম সমাবেশের কাছে ব্যাপক বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কান্নুর| তার জেরে শুক্রবার ভাঙচুর চলে আরএসএস কার্যালয়ে| প্রতিবাদে হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা |
ঘটনার সূত্রপাতে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএমের রাজ্য সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণের একটি সমাবেশ হওয়ার কথা ছিল| সমাবেশস্থল থেকে ২০০ মিটার দূরে চলে ব্যাপক বোমাবাজিতে বাম সমর্থকদের অভিযোগের তির ওঠে আরএসএসে দিকেই| তাঁদের দাবি, ঘটনার নেপথ্যে আছে আরএসএস সমর্থকদের ইন্ধন| এরপরই ভাঙচুর চালানো হয় আরএসএস-এর দুটি অফিসে| বামেদের প্রতি পাল্টা অভিযোগ আরএসএস সমর্থক দেরও| প্রতিবাদে ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা |
এদিকে, কান্নুরে হিংসা দমনের বিষয়টি বিজেপি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে| কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সিপিএম কে বলেছেন, হিংসা নয়, আদর্শকে হাতিয়ার করেই লড়াই করতে হবে| এভাবেই রাজনৈতিক হিংসা চলতে থাকলে, পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাবে বলে সতর্ক করেছেন| রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী| গত মে মাসের পর থেকেই বিজেপি ও বাম দলগুলির মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে| যারা এই সংঘর্ষ বাধাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী|
2017-01-27