নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মঙ্গলবার সকাল আটটা নাগাদ কুঞ্জবন মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউক্যাপিটেল কমপ্লেক্স থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি৷ তবে অনুমান করা হচ্ছে তার বয়স ৫২ বছরের কাছাকাছি হবে৷ সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ণ নেই৷ ফলে, তার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷
2017-01-25