বিজয়ানাগরামে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

accidentবিজয়ানাগরাম, ২৩ জানুয়ারি (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিজয়ানাগরামে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১| এই ঘটনার নেপথ্যে জঙ্গিযোগ রয়েছে কিনা, খতিয়ে দেখতে হায়দরাবাদ থেকে এনআইএ ঘটনাস্থলে পেঁৗছেছে| সিআইডির একটি দলও তদন্ত করবে| এর আগে কানপুর ট্রেন দুর্ঘটনায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলে জানায় বিহার পুলিশ| তাই এই দুর্ঘটনাতেও জঙ্গিযোগ উড়িয়ে দেওয় যাচ্ছে না| অন্ধ্র-ওড়িশা সীমান্তে এই দুর্ঘটনার পেছনে মাওবাদীদের হাতও থাকতে পারে বলে কেউ কেউ মনে করছে| যদিও ওড়িশা পুলিশ এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে| শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কুনের স্টেশনের কাছে লাইনচু্যত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসের ৯টি কামরা| ওড়িশার রায়গড় থেকে ঘটনাস্থলের দূরত্ব ২৪ কিলোমিটার| ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল| জখম হন ৬৮ জন| আহতদের অন্ধ্র এবং ওড়িশার হাসপাতালে ভর্তি করানো হয়েছে| অন্ধ্র সরকার মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা  আর ভারতীয় রেল মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে|