প্রদেশ কংগ্রেসের ‘জন বেদনা’ ২৫শে

congনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের ফলে গোটা দেশে আর্থিক অবস্থা যেভাবে বিপর্য্যস্ত হয়ে উঠেছে এবং জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন তারই প্রতিবাদে এআইসিসি’র সর্বভারতীয় কর্মসূচী হিসেবে রাজ্যেও প্রদেশ কংগ্রেস ‘জন বেদনা’ কর্মসূচী পালন করবে৷ স্থানীয় যক্ষা নিবারণী হলে এই কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি জানান, ঐদিন ‘জন বেদনা’ কর্মসূচীতে দলের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে৷ শ্রীসিনহা খাদির ক্যালেন্ডার সহ বিভিন্ন স্থানে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদির ছবি লাগানোর তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি জানান, মোদি সরকারের এই উদ্যোগের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস খাদি ভবন ঘেরাও করবে৷ সেই সঙ্গে নানা কর্মসূচী গ্রহণ করবে দল৷ রোজভ্যালী সহ অন্যান্য চিটফান্ড ইস্যুতেও সুর চড়ালেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে৷ এরাজ্যে রোজভ্যালীর তদন্তে সিবিআই আসছে না কেন৷ সেজন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ জনগণের কষ্টার্জিত টাকা চিটফান্ডে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী উৎসাহ দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন৷ তাই পশ্চিমবঙ্গে যদি মন্ত্রীরা গ্রেপ্তার হতে পারে তাহলে ত্রিপুরায় হবে না কেন৷ তাই চিটফান্ড ইস্যুতেও আগামীদিনে প্রদেশ কংগ্রেস আন্দোলন আরও জোরদার করবে বলে জানান বীরজিৎ সিনহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *