মধুবনী (বিহার), ২১ জানুয়ারি (হি.স.): বিহারের মধুবনীতে আত্মঘাতী হলেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক জওয়ান| নিহত জওয়ানের নাম হল ইকবাল সিং (৩৫)| শনিবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে| প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইকবাল সিং নামে ওই এসএসবি জওয়ান বিহারে মধুবনীতে সশস্ত্র সীমা বল-এর গাঙ্গুর ক্যাম্পের দায়িত্বে ছিলেন| তাঁর বাড়ি পঞ্জাবের পূর্বাঞ্চলে| শনিবার সকাল ৬টা নাগাদ গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি|
কি এমন ঘটেছিল যে আত্মহত্যার পথ বেছে নিলেন এসএসবি জওয়ান ইকবাল সিং| তা তদন্ত করে দেখছেন স্টেশন ইন্সপেক্টর সঞ্জয় কুমার এবং ইন্সপেক্টর প্রবীণ কুমার|
2017-01-21