নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ এখনও পর্যন্ত রাজ্যের বহু সুকলে পাঠ্যপুস্তক পৌঁছেনি৷ পঠন পাঠন ব্যহত হচ্ছে

সুকলগুলিতে৷ ছাত্রছাত্রীরা বিপাকে রয়েছে৷ অভিভাবকদের মধ্যে ক্ষোভের আঁচ মিলেছে৷ এই পরিস্থিতিতে এল ইন্ডিয়া ডিএসও শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও করেছে৷ সংগঠনের একটি প্রতিনিধি দল পর্ষদ কর্তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে তাদের দাবী তুলে ধরেছেন৷ ঘেরাওস্থলে সংগঠনের কর্ম সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিভাবকও৷ অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য সম্পাদক মৃদুল কান্তি সরকার জানিয়েছেন শিক্ষাবষ শুরু হয়েছে কুড়ি দিন অতিক্রান্ত হচ্ছে৷ এখনও পর্যন্ত বহু সুকলে পৌঁছেনি পাঠ্যপুস্তক৷ বিশেষ করে ৯ম এবং ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠ্য পুস্তক পায়নি৷ এদিকে অভিযোগ উঠেছে পাঠ্য পুস্তকের সাথে নোট বই চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের৷ সংগঠন এই নোট বাই চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধীতা করেছে৷ তাদের দাবী পাঠ্য পুস্তকের সাথে নোট বই চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে এবং দ্রুত পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হোক৷ এদিকে, সংগঠনের প্রতিনিধিরা পর্ষদ সভাপতির সাথে সাক্ষাৎ করে দাবীগুলি জানিয়েছেন৷ জানা গিয়েছে, পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছেন যেসব সুকলে এখনও পাঠ্য পুস্তক পৌঁছেনি সেখানে অবিলম্বে পাঠ্য পুস্তক সরবরাহ করা হবে৷