কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : শনিবার পাঁচদিনের দার্জিলিং জেলা সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এই সফরে তিনি উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন, নেতাজি জন্মদিবস পালনের পাশাপাশি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ নতুন প্রকল্পও ঘোষণা করতে পারেন| শনিবার দুপুরের বিমানে মুখ্যমন্ত্রী বাগডোগরা নামেন| জানা গিয়েছে আগামী ২৪ জানুয়ারিতে পাহাড়ে একাধিক কর্মসূচি রয়েছে| ওইদিন উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক করতে পারেন| তিনি আগামী ২৫ জানুয়ারি কলকাতায় ফিরবেন|
2017-01-21