উত্তর-পশ্চিম পাকিস্তানে সবজি বাজারে বিস্ফোরণ, মৃত ১৮

bomb-blastপারাচিনার (পাকিস্তান), ২১ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় শহর পারাচিনার| শনিবার সকালে পারাচিনার শহরের ঈদগাহ বাজারে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ১৮জন প্রাণ হারিয়েছেন| জখম হয়েছেন অন্তত ৫০ জন| এখনও পর‌্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| পদস্থ পুলিশ আধিকারিক কুররাম ইকরামুল্লাহ জানিয়েছেন, শনিবার সকালে পারাচিনার শহরের ঈদগাহ বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন মানুষজন| সকাল তখন ৮.৫০ মিনিট হবে| আচমকা সবজি মণ্ডিতে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ১৮ জনের মৃতু্য হয়েছে| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন|
পাকিস্তানে ৭টি আধা স্বায়ত্তশাসিত জেলা রয়েছে| তার মধ্যে একটি হল কুররম| এই জেলাগুলিতে তাদের নিজস্ব আইন এবং রীতি মেনে শাসন হয়| কুররমের প্রশাসনিক সদর দফতর রয়েছে পারাচিনারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *