মুম্বাই, ২১ জানুয়ারি (হি.স.) : জনপ্রিয় রিয়া্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে আর সঞ্চালনা করবেন না অমিতাভ বচ্চন| এনমনটাই শোনা যাচ্ছে বি-টাউনে| শোনা গিয়েছে, বচ্চন লিগ্যাসির পরিবর্ত হিসেবে ভাবা হয়েছে কাপুর পরিবারের ভবিষ্যতকে| সব ঠিক থাকলে, বিগ বির বদলে এবার রণবীর কাপুরকে দেখা যাবে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালক হিসেবে|
২০০০ সাল থেকে শুরু হয় এই গেম শো | এই শোয়ের টিআরপি ছিল নজরকাড়া| তাঁর অন্যতম কারণ ছিল বিগ বি-র উপস্থিতি| প্রসঙ্গত, এর আগেও একবার জনপ্রিয় এই শোয়ের সঞ্চালক পরিবর্তন করেছিল চ্যানেল কর্তৃপক্ষ| অমিতাভ বচ্চনের জায়গায় এসেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান| কিন্তু তাঁকে মেনে নেননি দর্শকরা| পরে আবার বিগ বিকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল শোয়ের প্রযোজকরা | এবার যদি রণবীরের পালা হয়ে থাকে, তাহলে বচ্চন লিগ্যাসিকে টক্কর দিতে বেশ জোরাল স্ট্র্যাটেজি নিয়েই নামতে হবে জুনিয়র কাপুরকে|
2017-01-21