অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু নির্যাতিতা গৃহবধূর

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ ফের এক গৃহবধূর মৃত্যু হয়েছে অগ্ণিদগ্দ হয়ে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ধর্মনগর থানার অধীন সোনাপুর গ্রামে৷ মৃতার নাম রত্না খাতুন৷ তিনি বাড়িতেই অগ্ণিদগ্দ হয়েছেন৷ তাঁকে সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান রাস্তাতেই তাঁর মৃত্যু হয়েছে৷ এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজন অভিযোগ করেছেন যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হত৷ শেষে আগুনে পুড়িয়ে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন৷ এই ব্যাপরে ধর্মনগর থানায় একটি মামলা করা হয়েছে৷ যদিও পুলিশ খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *