ফুসলিয়ে বাড়ি থেকে রাবার বাগানে নিয়ে শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেপ্তার পঞ্চাশোর্দ্ধ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ জানুয়ারী৷৷ ফের ধর্ষিতা এক শিশুকন্যা৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগরের ছাবিবশ কার্ড

ধর্ষণের মামলায় অভিযুক্ত সাধন শিব পুলিশ হেপাজতে৷ ছবি নিজস্ব৷
ধর্ষণের মামলায় অভিযুক্ত সাধন শিব পুলিশ হেপাজতে৷ ছবি নিজস্ব৷

এলাকায়৷ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাধন শিব নামে পঞ্চাশোর্দ্ধ এক ব্যক্তিকে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী৷
সংবাদে প্রকাশ, বুধবার সন্ধ্যায় এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে৷ এলাকার ছয় বছরের এক শিশুকন্যাকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে পাশের রাবার বাগানে নিয়ে যায়৷ সেখানে গিয়ে ঐ শিশুকন্যার উপর সাধন তার পাশবিক লালসা চরিতার্থ করেছে৷ ধর্ষণের পর শিশুটিকে শাসিয়েছে যাতে এই বিষয়ে কাউকে কিছু না জানায়৷ সেখান থেকে শিশুটিকে বাড়ির গেইটের সামনে এনে চলে যায় অভিযুক্ত সাধন৷ প্রথমে মেয়েটি কাউকে কিছু বলেনি৷ রাত বারোটা নাগাদ শিশুকন্যার যৌন অঙ্গে প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকে৷ সেই সঙ্গে ব্যথাও৷ মা বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান৷ শেষ পর্যন্ত ঐ মেয়েটি তার মার কাছে গোটা ঘটনা খুলে বলে৷
মেয়ের কাছ থেকে সব কথা শুনে সঙ্গে সঙ্গেই অভিভাবকরা ছুটে যান মধুপুর থানায়৷ সাধন শিবের বিরুদ্ধে লিখিত এফআইআর করা হয়৷ পুলিশ মামলা নিয়ে রাত দুইটা নাগাদ ছাবিবশ কার্ড এলাকায় পৌঁছে৷ রাবার বাগানে প্রহরারত অবস্থায় সাধন শিবকে গ্রেপ্তার করে৷ সেই সঙ্গে ধর্ষিতা শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় আগরতলা জি বি হাসপাতালে৷ অন্যদিকে, অভিযুক্ত সাধন শিবকে বুধবার রাতে মধুপুর থানার লকআপে রাখা হয়৷ বৃহস্পতিবার সকালে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহিলা থানায়৷ এদিকে, এই ঘটনায় গোটা মধুপুর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *