সরছেন ওবামা, সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপ্রধান হিসেবে এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pm-narendra-modiনয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : আজ মার্কিন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছেন বারাক ওবামা | ওবামা সরতেই সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপ্রধান হিসেবে সবচেয়ে অনুসৃত ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শুক্রবারই ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প| এরপরই টুইটার, ফেসৱুক, ইউটিউব এবং গুগল প্লাস মিলিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে সবচেয়ে বেশি ফলোয়ার থাকার কারণে এক নম্বর জায়গায় চলে আসছেন মোদী|
উল্লেখ্য, এখন ফেসৱুকে ওবামার ফলোয়ার রয়েেছ ৮ কোটি ৭০ লক্ষ| এরপরেই মোদী ৩ কোটি ৯২ লক্ষ| মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের এখন ফেসৱুক ফলোয়ার ২ কোটি ৫০ লক্ষ| ২০০৯ সালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন মোদী| সেখানে তাঁর ফলোয়ার ২ কোটি ৬৫ লক্ষ| গুগল প্লাসএ ৩২ লক্ষ, লিঙ্কডইনএ ১৯ লক্ষ ৯০ হাজার, ইনস্টাগ্রামে ৫৮ লক্ষ, ইউটিউবে ৫৯ লক্ষ ১ হাজার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *