রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদু্যত্ চুরির অভিযোগ

Rati Agnihotriমুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন বলিউড নায়িকা রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিদু্যত্ চুরির অভিযোগে ওরলি থানা অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই বিদু্যত্ সরবরাহ ও পরিবহণ (বেস্ট) সংস্থা | বিদু্যত্ সংস্থা বেস্ট অভিনেত্রী রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামী অনিল বিরওয়ানির বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদু্যত্ চুরির অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে| অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার |
পুলিশ জানিয়েছি, রতি ও তাঁর স্বামী ওরলির নেহরু প্ল্যানেটোরিয়ামের কাছে সমুদ্রমুখী বাড়ির বিদু্যতের মিটারে কারচুপি করেছেন বলে অভিযোগ| বেস্ট-এর নজরদারি দল রতিদের বাড়িতে পর‌্যবেক্ষণে গেলে মিটারের কারচুপির বিষয়টি ধরা পড়ে| এক ইঞ্জিনিয়ারের অভিযোগ,মিটারে কারচুপির করে ২০১৩-র ৪ এপ্রিল থেকে ১,৭৭,৬৪৭ ইউনিট বিদু্যতের দাম দেননি তাঁরা |
এরপর ভারতীয় বিদু্যত্ আইনের ১৩৫ ধারায় ওরলি থানায় রতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদ্যত্ চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়|
পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ইলেকিট্রসিটি ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *