মেলবোর্ন, ২০ জানুয়ারি (হি.স.): মেলবোর্নের ৱুর্ক স্ট্রিট মলে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন পথচারী| জখম হয়েছেন অন্তত ২০ জন| ঘাতক গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে| যদিও পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই|
স্থানীয় সময় দুপুর ১.৪৫ মিনিট নাগাদ তখন জমজমাট ছিল মেলবোর্নের ৱুর্ক স্ট্রিট মল এলাকা| পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাস্টন জানিয়েছেন, আচমকা দ্রুত গতিতে ফুটপাথের ওপর উঠে পড়ে গাড়িটি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ শিশু সহ ৩ জন পথচারী| আহত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| এদিকে, ভরদুপুরে দুর্ঘটনার কারণে শহরে ট্রাম চলাচল বিপর্যস্ত হয়|
2017-01-20