কেন্দ্রের সাথে গোপন বোঝাপড়ার জন্য রাজ্যে চিটফান্ড তদন্তে সিবিআই আসছে না ঃ দীপা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ কেন্দ্রের সাথে গোপন বোঝাপড়া রয়েছে, তাই চিটফান্ড তদন্তে সিবিআই আসছে

বুধবার আগরতলায় কংগ্রেসের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় কংগ্রেসের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি৷ ছবি নিজস্ব৷

না৷ বুধবার আগরতলায় আরবিআই অফিসের সামনে জনবেদনা সভায় শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী৷ আগামী ২৭ জানুয়ারি থেকে বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম যে প্রচারাভিযানের কর্মসূচী নিয়েছে, এবিষয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর কটাক্ষ ৮৭দিন সময় লেগেছে তাদের প্রতিবাদী হয়ে উঠতে৷ আদতে কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের সরকার ক্ষেপাতে চায় না৷ তাই নামকাওয়াস্তে বিমুদ্রাকরণ ইস্যুতে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে৷
জনবেদনা সভার অঙ্গ হিসেবে এদিন মিছিল করে আরবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ যুব কংগ্রেস৷ এই কর্মসূচীতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, নোট বাতিলের মাধ্যমে বিরাট দুর্নীতি হয়েছে আগামীদিনে তা প্রমাণিত হবে৷ তিনি বলেন, নোট বাতিলের পদক্ষেপে দেশে সকল অংশের মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ৫০ দিন সময় চেয়ে প্রধানমন্ত্রী টিভির পর্দায় জাতির উদ্দেশ্যে ভাষণে মূল বিষয়গুলি কৌশলে এড়িয়ে গেছেন৷ কালো টাকা কি পরিমাণ উদ্ধার হল সে বিষয়ে প্রধানমন্ত্রী কোন কিছুই জানাননি৷ কালো টাকার মালিক কতজন সে বিষয়েও কিছু বলেননি প্রধানমন্ত্রী৷ শুধু নগদহীন লেনদেন নিয়েই তিনি জোর দিয়েছেন৷ স্বাভাবিকভাবেই নোট বাতিলের মূল উদ্দেশ্য নিয়েই ধোয়াশার সৃষ্টি হয়েছে৷ শ্রীমতি দাসমুন্সী বলেন, নোট বাতিলের কারণে ১৫ লক্ষ বেকার হয়েছেন৷ কারণ, বহু কারখানা বন্ধ হয়ে গেছে৷ নগদহীন লেনদেন নিয়ে দীপা দাসমুন্সী উষ্মা প্রকাশ করে বলেন, দুর্নীতিদমন এই পদ্ধতি অবলম্বন করে কোন মতেই সম্ভব নয়৷ তাঁর যুক্তি, ভেনেজুয়েলাতে ১০০ শতাংশ নগদহীন লেনদেন হচ্ছে৷ অথচ দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকাতে ভেনেজুয়েলা শীর্ষস্থানে রয়েছে৷ তিনি জোর গলায় বলেন, নগদহীন লেনদেন দুর্নীতি বন্ধ করতে পারবে না৷
এদিন তিনি চিটফান্ড ইস্যুতে বিজেপি এবং সিপিএম’র গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন৷ তিনি বলেন, রোজভ্যালি সবচেয়ে ব্যবসা করেছে ত্রিপুরাতে৷ অথচ এরাজ্যে এখনো সিবিআই আসছে না৷ তাদের কোন সম্পত্তিও এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি৷ তাঁর দাবি, নরেন্দ্র মোদির সাথে মানিক সরকারের গোপনে রফা হয়েছে৷ তাই সিবিআই পশ্চিমবঙ্গে একের পর এক সাংসদদের গ্রেপ্তার করলেও ত্রিপুরার দিকে কোন নজর দিচ্ছে না৷ তিনি মনে করেন, এই রফার কারণেই বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম গলা ফাটাচ্ছেনা৷ নামকাওয়াস্তে বিক্ষোভ দেখাচ্ছে৷ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতী দাসমুন্সী কটাক্ষের সুরে বলেন, আগামী ২৭ জানুয়ারি থেকে বিমুদ্রাকরণের বিরোধিতায় সিপিএম যে কর্মসূচী নিয়েছে তা মূলত লোক দেখানো৷ কারণ, ৮৭ দিন সময় লেগেছে বিমুদ্রাকরণ ইস্যুতে ময়দানে নামতে৷ ফলে, রাজ্যে বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম যে কর্মসূচী নিয়েছে তার কি পরিণত হয় সেটা সময় আসলে বোঝা যাবে৷ এদিন তিনি আরো স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গে পরিস্থিতির কারণে বামেদের সাথে কংগ্রেস সমঝোতা করেছিল৷ কিন্তু এরাজ্যে বামেদের সাথে সমঝোতার পথে যাওয়ার কোন সম্ভাবনা নেই৷ বরং বামফ্রন্টের বিরুদ্ধে মূল বিরোধি দল হিসেবে কংগ্রেসই ভূমিকা নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *