বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণ, রাজ্যকে বিশ্ব ব্যাঙ্কের সহায়তা ১৩৭৬ কোটি টাকা

electriccablesনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় আধুনিকীকরণ এবং সম্প্রসারণ হবে৷ মোট ১৩৭৬ কোটি টাকা খরচ হবে এই প্রজেক্টে৷ বুধবার মহাকরণে বিদ্যুৎমন্ত্রী মানিক দে এবিষয়ে জানান, বিদ্যুৎ নিগম এই সংক্রান্ত একটি প্রজেক্ট জমা দিয়েছিল৷ তার অনুমোদন মিলেছে৷ বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় বিভিন্ন সাবস্টেশন গড়ে তোলার পাশাপাশি বেশ কয়েকটি সাবস্টেশনের ক্ষমতা বাড়ানো এবং বিদ্যুৎ পরিবাহী লাইনের সম্প্রসারণ হবে৷ কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টের ব্যয়ভার বহন করবে৷ তবে, রাজ্য সরকারকেও অন্তত ৫ শতাংশ ব্যয়ভার বহন করতে হবে৷ কিন্তু ব্যয়ভার বহনের অংশীদারী দশ শতাংশ পর্যন্ত হতে পারে৷ এনিয়ে দরকষাকষি চলছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷
এদিন তিনি জানান, এই প্রজেক্টের অন্তর্গত বিলোনিয়া, বগাফা, সাব্রুম, সাতচাঁদ, সোনামুড়ার রবীন্দ্রনগর, বিশালগড়ের গকুলনগর, মোহনপুর, অমরপুর এবং মনুতে ১৩২ কেভি নতুন সাবস্টেশন গড়ে তোলা হবে৷ বর্তমানে সেখানে কোন সাবস্টেশন ৩২ কেভি কিংবা ৬৬ কেভি ক্ষমতাসম্পন্ন রয়েছে৷ এদিকে, জিরানিয়া, উদয়পুর, আমবাসা, ধলাবিল এবং কৈলাসহরে সাবস্টেশনগুলির ক্ষমতা বাড়ানো হবে৷ রুখিয়া ও ধর্মনগরে সাবস্টেশন সম্প্রসারণ হবে৷ এই প্রজেক্ট ৩ বছরের মধ্যে সমাপ্ত করতে হবে৷ ইতিমধ্যেই মাটি পরীক্ষা সহ আনুষঙ্গিক অন্যান্য কাজ শুরু হয়ে গেছে৷ ভারত সরকারের অধীনস্থ পিজিসিআইএল’র তদারকিতে এই প্রজেক্টের কাজ সম্পন্ন হবে৷ ইতিমধ্যে একটি ঠিকেদারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে৷ এই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজে ৪৬১ কোটি ২ লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে৷ বাকি অংশের কাজ আগামী দিন দশেকের মধ্যে চূড়ান্ত হবে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷ এদিকে, ৩২ কেভি নতুন সাবস্টেশনওএই প্রজেক্টের অন্তর্গত গড়ে তোলা হবে৷ একিনপুর, মনুঘাট, রূপাইছড়ি, বরপাথারি, গাবর্দি, শ্রীনগর, সিমনা, বরকাঠাল, বামুটিয়া, চম্পকনগর, মুঙ্গিয়াকামী, তৈদু, লেম্বুছড়া, খোয়াই, খুমুলুঙ এবং রাণীরবাজারে নতুন ৩৩ কেভি সাবস্টেশন গড়ে তোলা হবে৷ তার জন্য ২১৪ কোটি ১০ লক্ষ ৬ হাজার টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে৷ এদিন তিনি আরো জানান, আগামী মার্চের মধ্যেই ১৩২ কেভি নতুন বিদ্যুৎ পরিবাহী লাইনের প্রজেক্টটিও চূড়ান্ত হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *