মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ক্যাশলেস মেলার আয়োজন হতে চলেছে জলপাইগুড়িতে

credit_cards-621x414জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি (হি.স): মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ক্যাশলেস মেলার আয়োজন হতে চলেছে জলপাইগুড়িতে| এই প্রথম জলপাইগুড়িতে জোনাল স্তরে খাদি মেলা হতে চলেছে| সেখানে ক্রেতাদের সুবিধার জন্য ডেভিড কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধা রাখতে চলেছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ| জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাকে নিয়ে এই জোনাল খাদি মেলা জলপাইগুড়ি হতে চলেছে| গ্রামীণ শিল্প রাজ্যের নামকরা খাদি সোসাইটি এই মেলায় তৈরি খাদির সম্ভার নিয়ে ষ্টল দেবেন| তাদের জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আগামী ২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর‌্যন্ত এই মেলা চলবে জলপাইগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জলপাইগুড়ি জেলা আধিকারিক সত্যকাম গুরুং| দার্জিলিং জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক পার্থ সারথি ভট্টাচার‌্য জানান আমরা মেলায় দুটো সোয়াইপ মেশিন রাখব| খাদি মেলায় ত্রিশটি ষ্টল থাকছে| ক্রেতারা খাদি মেলায় জিনিস কেনার পর যাতে কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে পারেন তাই আমরা এই সুবিধা রাখছি| খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সদস্য চন্দন ভৌমিক জানান, আসাকরি এই মেলায় এবার বিক্রি ভালোই হবে| জলপাইগুড়ি জেলায় এই প্রথম এই মেলা হচ্ছে| ২২ জানুয়ারি এই এমেলার উদ্বোধন করবেন জলপাইগুড়ি সাংসদ বিজয় চন্দ্র বর্মন| পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ পর্ষদের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে|