আগরতলা, ১৯ জানুয়ারী (হি:স): বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি ঘাট গ্রামে বুধবার দুপুরে। বাসনা ঘিরি (৭০) নামে এক বয়স্ক মহিলা নিজের বাড়ি থেকে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী বাইক এসে বাসনা দেবী কে ধাক্কা মেরে চলে যায়। জানা যায় বাইকটি কল্যাণপুরে যাচ্ছিলো। যদিও বাইকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সাথে সাথে এলাকাবাসীরা বৃদ্ধা মহিলাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান কিন্তু কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাসনা দেবী কে জিবি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু জিবি হাসপাতালের চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে এলাকাবাসীরা জানায় কল্যাণপুরে দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে অথচ প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
2017-01-19