ইতালিতে ভূমিকম্পের পর তুষার ঝড়ে ৩০ জনের মৃতু্য

Earthquakeরোম, ১৯ জানুয়ারি (হি.স.) : এবার তুষার ঝড়ের কবলে ইতালি | কয়েকবার ভূমিকম্পের পর এবার তুষার ঝড়ে কমপক্ষে ৩০ জন মারা গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে| আহত হয়েছেন আরও অনেকে| বৃহস্পতিবার জানা গিয়েছে, দেশের অ্যাবরুজু অঞ্চলের গ্রান সাসো পাহাড়ি এলাকায় তুষার ঝড়ের ঘটনাটি ঘটে| নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে নেমে পড়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *