দিল্লি ও মিজোরামে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক যথাক্রমে ৩.০ ও ৩.৭

earth-quakeনয়াদিল্লি ও আইজল, ১৮ জানুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি| ঠিক একই সময়ে কম্পন অনুভূত হয়েছে মিজোরামের রাজধানী আইজলেও| দিল্লিতে অনুভত হওয়ায় ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০| অন্যদিকে, আইজলে টের পাওয়া ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৭| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল ৭.১৬ মিনিট নাগাদ ৩.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতে| অন্যদিকে, ঠিক একই সময়ে ৩.৭ তীব্রতার ভূকম্পনের টের পাওয়া গিয়েছে মিজোরামের রাজধানী আইজলে| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর না থাকলেও, আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *