শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি.স.): গোটা দেশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল ভূস্বর্গ| `ভিলেন’ হিসেবে দাবি করা হচ্ছে প্রবল তুষারপাতকে| কারণ, ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে সড়ক, রেল ও বিমান পরিষেবা| মঙ্গলবার সারারাত্রিব্যাপী তুষারপাত হয় কাশ্মীর উপত্যকায়| যে কারণে বুধবার সকাল থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে সড়ক, রেল ও বিমান পরিষেবা| প্রবল তুষারপাতে কারণে অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘ ৩০০ কিলোমিটার লম্বা শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক|
অন্যদিকে, তুষারপাত ও দৃশ্যমানতার অভাবে সমস্যা হয়েছে উড়ান চলাচলেও| বুধবার সকালে শ্রীনগর আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে একটি বিমানও আকাশে উড়েনি| বারামুল্লা-বান্নিহালে রেল পরিষেবায় বিঘ্ন ঘটনায় দুর্ভোগে পড়েছেন উপত্যকার মানুষজন|