ওয়াশিংটন, ১৮ জানুয়ারি (হি.স.) : উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন সেনা চেলসি ম্যানিংয়ের সাজা মুকুব করছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন| এরফলে ২৯ বছর বয়সী চেলসি ৩৫ বছরের সাজা থেকে মুক্তি পাচ্ছেন আগামী ১৭ মে| বুধবার মার্কিন প্রশাসনের তরফে এখবর জানানো হয়|
চেলসি ম্যানিংয়ের সাজা বাতিলের জন্য মঙ্গলবার বারাক ওবামা তার প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে| অভিযুক্ত চেলসি ৭ লাখ ৫০ হাজার পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য ও বেশকিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেছিলেন বলে অভিযোগ|
উইকিলিকসের ওই শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা| যার মূল হোতা অস্ট্রেলিয়ার নাগরিক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ|
গোপনীয় তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ২০১৩ সালে চেলসি ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল| ওবামার ক্ষমতার শেষে বেলায় এসে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে আমেরিকাবাসীদের মধ্যে|