নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার| সম্প্রতি সিআইইএস ইউরোপের সবচেয়ে দামি ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে| ফুবলারদের বর্তমান ট্রান্সফার মূল্য অনুযায়ী এ তালিকা তৈরি করা হয়| যেখানে শীর্ষে মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে এক নম্বর জায়গাটি দখল করেছেন নেইমার|
সম্প্রতি ইউরোপে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ১০ ফুটবলারকে নিয়ে একটি গবেষণা করা হয়| সেখানেই এই ফলাফল উঠে আসে| প্রতি বছরই এই গবেষণা চালায় সুইজারল্যান্ডের সিআইইএস ফুটবল অবজারভেটোরি নামের প্রতিষ্ঠানটি| গত অক্টোবরের পর থেকে বাজে ফর্মে রয়েছেন নেইমার| তারপরও বাজার মূল্য এতোটুকু কমেনি বার্সার এই তারকার| ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে তার বাজার মূল্য ধরা হয়েছে ২৪৬.৮ মিলিয়ন ইউরো| তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমারের ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মেসি (১৭০.৫ মিলিয়ন ইউরো)| সেরা পাঁচে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(১২৬.৫ মিলিয়ন ইউরো) | পর্তুগিজ এই তারকা স্থান হয়েছে সাত নম্বরে|
গত আগস্টে জুভেন্টাস থেকে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরোর িবনিময়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি পল পগবার অবস্থান তৃতীয়| তার বাজার মূল্য ১৫৫.৩ মিলিয়ন ইউরো | চার নম্বরে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান (১৫০.৪ মিলিয়ন ইউরো)| পাঁচে বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ (১৪৫.২ মিলিয়ন ইউরো)| ছয়ে টটেনহামের হ্যারি কেন (১৩৯.২ মিলিয়ন ইউরো)| সাতে রোনাল্ডোর পর আট নম্বরে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা (১১৩.৮ মিলিয়ন ইউরো), নয়ে টটেনহামের ডেল আলি (১১০.৫ মিলিয়ন ইউরো) এবং দশে চেলসির এডেন হ্যাজার্ড (১০১.৫ মিলিয়ন ইউরো)|
2017-01-17

