নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ বুধবার রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী মানিক

সরকার৷ সূত্রের খবর, আগামীকাল দুপুর তিনটে নাগাদ রেলমন্ত্রীর সাথে দেখা করে বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী৷ রেল পরিষেবার আরো উন্নয়ন এবং সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের আরও খবর, স্টেশনগুলি মানোন্নয়ন, আলাদা রেল ডিভিশন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিস খোলার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানাবেন মুখ্যমন্ত্রী৷ বিশেষভাবে জোর দেবেন সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়টি৷ সূত্রের খবর, বর্তমানে আগরতলা থেকে কলকাতা এবং দিল্লিগামী ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর দাবিও মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে জানাবেন৷ পাশাপাশি কলকাতা এবং দিল্লিগামী ট্রেনের যাত্রী পরিষেবার আরো কিভাবে মানোন্নয়ন করা যায় সে বিষয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী৷