নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জানুয়ারি৷৷ ৬ জানুয়ারি থেকে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল মহিলার মৃতদেহ৷ ঘটনা চড়িলাম বিধানসভার অমৃত সাগর (নৌকাঘাট) কাছে রখিয়া ঝিল থেকে৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল বেলা ঐ এলাকায় গরু চড়াতে যান তখন ঐ এলাকার মানুষ পচা গন্ধ পান৷ তখন তারা একটু এগিয়ে গিয়ে এক পচাগলা মৃতদেহ দেখতে পান৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷ মৃত মহিলার নাম মনা বিবি(৭০) স্বামী লালমিয়া আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরমুড়ায় মহিলার বাড়ি৷ মহিলা মানসিক ভারসাম্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছিল৷ গত ৬ তারিখ থেকে নিখোঁজ হওয়ার পর উনার স্বামী ও পুত্র বিশালগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ ৬ তারিখ থেকে উনার পরিবারে লোকরা দীর্ঘ খোঁজাখঁুজি করেও কোন খোঁজ পাননি মনা বিবির৷ কিন্তু রবিবার সকাল নয়টায় উনার পচাগলা মৃতদেহ উদ্ধার হল৷ যে স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার হল সেখান থেকে মনা বিবির বাড়ি অনেক দূরে৷ এছাড়া এই জঙ্গলের মধ্যে কি কাজে গেল মনা বিবি প্রশ্ণ তার পরিবারের? পুলিশ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
2017-01-16
