ওয়েলিংটন, ১৬ জানুয়ারি (হি.স.) : সোমবার সকালে বেসিন রিজার্ভে দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম| এদিন টিম সাউদির বাউন্সারে মাথায় গুরুতর চোট পান তিনি| এমনি নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের চোট-আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ| এবার এদিন সকালে গুরুতর চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক| যদিও মাঠে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ওয়েলিংটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|
ঘটনায় প্রকাশ, এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৩ তম ওভারে সাউদির বাউন্সার ছাড়তে গিয়ে বসে পড়েন মুশফিকুর| কিন্ত বল তাঁর বাঁ দিকের কানের পাশে লাগে| সঙ্গে সঙ্গে মাটিতে তিনি লুটিয়ে পড়েন| দেরি না করে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়| তাঁর সঙ্গে যান ওপেনার তামিম ইকবাল| জানা গিয়েছে, মুশফিকুরের ঘাড়ের এক্সরে ও স্ক্যান করা হয়েছে| আপাতত তিনি বিপদ মুক্ত হলেও সব রকম সতর্কতা নেওয়া হয়েছে|
2017-01-16

