ডবকা (অসম), ১৬ জানুয়ারি, (হি.স.) : নগাঁও জেলার ডবকা অঞ্চলের যমুনাগাঁওয়ে গরম জলে পড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম নাজিমা পারবিন। রবিবার বিকেলে ঘরের উনুনে রান্না করছিলেন নাজিমার মা। কাছেই একটি বড় পাত্রে রাখা ছিল ফুটন্ত জল। আচমকা হাত ফসকে কোল থেকে পড়ে যায় গরম জলের পাত্রে। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন নাজিমাকে। কিন্তু ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে মারা যায় শিশুটি।
2017-01-16

