বিধি ভঙ্গের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

ElectionCommissionOfIndia-1লখনউ, ১৪ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি| শিব, নানক, ৱুদ্ধ, মহাবীরের সঙ্গে কংগ্রেসের প্রতীকের যোগসূত্র বের করে রাহুল গান্ধী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন| এই অভিযোগে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে নালিশ জানিয়েছে বিজেপি| তাদের দাবি, কংগ্রেসের হাত প্রতীক বাতিল করা হোক| তাদের সর্বভারতীয় দলের মর‌্যাদাও খারিজ করা হোক|
বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের দাবি, এসব বলে রাহুল গান্ধী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন| উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন| এজন্য রাহুল এবং কংগ্রেসের শাস্তি হওয়া উচিত| কংগ্রেস যদিও এসব অভিযোগ মানেনি| কংগ্রেস নেতা পি এল পুনিয়া বললেন, কংগ্রেসের প্রতীকের সঙ্গে আত্মিক, মূল্যবোধের যোগ বোঝাতেই এসব বলেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *