নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : এবার থেকে সেনা বাহিনীতে জওয়ানরা আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না| এবং নিজেদের অভিযোগ, অসন্তোষ নিয়ে তৈরি করা ভিডিও ডিজি-র অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করতে পারবেন না| সেনা জওয়ানদের অভ্যন্তরীন বিতর্ক প্রেক্ষিতে এই সিদ্ধান্ত লিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে এখন থেকে স্মার্টফোন নয়, সেনা জওয়ানদের কাছে থাকবে সাধারণ ফোন|
সম্প্রতি বিএসএফ জওয়ান, সিআরপিএফ জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান তাঁদের বিভিন্ন দাবি দাওয়া, অসন্তোষের কথা জানিয়ে ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়| তারপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে| এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|
প্রসঙ্গত, শুক্রবারই সেনা প্রধান বিপিন রাওয়াত এক সাংবাদিক বৈঠকের সময় বলেন, বিএসএফ, সিআরপিএফ, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কোনও অভিযোগই অবহেলা করা হবে না| তাঁদের করা প্রত্যেক অভিযোগ খতিয়ে দেখে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে| তেব প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| শৃঙ্খলার সঙ্গে কোনওদিন আপস করেনি ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় সেনার অসন্তোষ প্রকােশ্য আসে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদেবর খাবারের মান নিয়ে করা পোস্টে| মিডিয়ায় তাঁদের ওপর চলা অত্যাচার নিয়ে মুখ খোলেন সেনা জওয়ান যোজ্ঞ প্রতাপ সিংহ| তাঁর অভিযোগ, সেনাবাহিনীর প্রবীণ আধিকারিকরা তাঁদের দিয়ে ব্যক্তিগত কাজ করান, এবং তিনি অভিযোগ করেছেন বলে, সিনিয়ররা তাঁর ওপর অত্যাচার আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন| যোজ্ঞ প্রতাপের দাবি, তাঁর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে আত্মহত্যা করতেন| পেনশন না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন এক সিআরপিএফ জওয়ান| এই পরিস্থিতিতেই আজ সেনা জওয়ানদের স্মার্ট ফোন ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|
2017-01-15